মতলবে চুরি ঘটনা সাজিয়ে ম্যাগনেট পিলার’ প্রতারক চক্রের ধামাচাপার চেষ্টা।
নিজস্ব প্রতিনিধি:মতলব পৌরসভার ১নং ওয়ার্ডে বাইশপুর গ্রামের মৃত্যু ছাব্বীর প্রধানিয়ার( ছবু) ছেলে রেহান উদ্দিন। তিনি দীর্ঘদিন মালোসিয়ায় থেকে এসে‘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ,অবশেষে তাহার নিজ বসত ঘরে মধ্যে থাকা ম্যাগনেট পিলার’ প্রতারক চক্রের সঙ্গে ভাগ বিতরণ নিয়ে কথা কাটি হয়।পরবর্তীতে গ্রামবাসী বিষয়টি সম্পর্কে জানতে পারিলে। চক্রের সদস্যরা নতুন কোসলে চুরি ঘটনা সাজিয়ে ম্যাগনেট পিলারটিআত্মগোপনে সরিয়ে ফেলার চেষ্টা করে। এই নিয়ে গ্রামবাসীর মধ্যে চঞ্চলতা সৃষ্টি দেখা যায়।
সরেজমিনে গিয়ে জানা যায়: মতলব দক্ষিণ পৌরসভার ১নং ওয়ার্ডে বাইসপুর গ্রামের প্রধানিয়া বাড়ির মৃত ছাব্বীর আহমদের ছেলে রেহান উদ্দিনকে জিগ্গাসা বাদ করিলে তিনি বলেন:আমি দ্বিতীয় স্ত্রীর (শশুর বাড়ি) বাড়িতে ১৯ শে আগষ্ট রোজ বৃহস্পতিবার দিবাগত রাত্রে ছিলাম।
২০ আগস্ট আনুমানিক সকাল ৮ ঘটিকার সময় আমার ছোট ভাই করিম প্রধান ঢাকা থেকে ফোন করে বিষয়টি অবগত করেন। আমি বাড়িতে না থাকাকালীন সময়ে আমার মা ও আমার ভাগিনা বাড়িতে ছিলেন। তিনি আরো বলেন দীর্ঘদিন যাবৎ মনির ফকির ও বিল্লাল পাঠান আমার বাড়ির চারপাশে গুরা গুরি করে। এবং আমাকে ম্যাগনেটিক পিলার এর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে, এই ব্যাপারে আমি তাদেরকে না বললে,তারা আত্মগোপনে, আমি বাড়িতে আমি না থাকা অবস্থায়, এই ঘটনাটি ঘটায়,আমার প্রাথমিক ধারণা।মেগনেটিং চক্রের সদস্য রেহান প্রদানের মাতা সুফিয়া বেগম বলেন আমি রাত ১১ ঘটিকার সময় আমার নাতি হৃদয়কে নিয়ে খানা খেয়ে শুয়ে থাকি। আমি ফজর নামাজ পড়ার জন্য উঠে দেখি ঘরের এক রুমের মাটি কেটে গর্ত করে ফেলে, এবং দরজা খোলা দেখা যায়। তাৎক্ষণিক আমি বাড়ির আশেপাশের লোকজনকে ডেকে এ ব্যাপারটি অবগত করি।আমার একটি টেবিল থেকে এক লক্ষ ৩৪ হাজার টাকা ও আটানা গোল্ডের চেইন, একটি স্যামসাং মোবাইল নেই। যার মোবাইল নাম্বার 017 37 75 4797। ম্যাগনেটিক পিলার ব্যাপারে এলাকার গণ্যমান্য লোক দের সাথে কথা বললে, এই ব্যাপারে লোকমান পাঠান খোকন প্রধান বলেন এ কেমন চুরি, জীবনের প্রথম দেখলাম এরকম ঘটনা, কোন না কোন রহস্য এখানে লুকিয়ে আছে। অনেকের কাছ থেকেই শোনা যায় রেহান উদ্দিন প্রধান তার জমিন থেকে এই মেগনেটিং প্লেয়ারটি তার বাড়িতে এনে রেখে দেয়। এই ব্যাপারে কোন সত্যতা না থাকলেও ব্যাপারটি তার দিকেই ইঙ্গিত করে, কিন্তু এই ব্যাপারে মনির ফকির ও বিল্লাল পাঠান খুবই তৎপর হয়ে যান, শুরু হয় মরন কামর যুদ্ধ,স্বপ্ন কোটি টাকার,এমন কি বিল্লাল পাঠান কোটি টাকার স্বপ্ন দেখিয়ে ছে অনেক কে। এই বেপারে রেহান উদ্দিন প্রধান কে অনুসরণ করে এবং প্লেয়ারটির কথা বারবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এই ব্যাপারে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে জিজ্ঞাসাবাদ করলে বলেন এই ব্যাপারে আমাদের কাছে কোন অভিযোগ করা হয়নি।