চায়না রিং চাইয়ের বিস্থার লাভ উত্তর বাইশপুর গ্রামে

মতলব দক্ষিণ থানার উত্তর বাইশপুর গ্রামে কে এস বি ব্রিকফিল্ড থেকে বন্দুকসি বাড়ি পর্যন্ত নদির পাড় থেকে পুরো বিল, চায়না রিং চাই, ( প্রায় শতাধিক হবে) দিয়ে পোনা মাছ নিধন করা হচ্ছে এবং একেকজনের চাই পাঁচটা সাতটা করে, মৎস্য অধিদপ্তর ও প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি।
বিঃ দ্রষ্টব্য ঃ- আব্দুলালির নেতৃত্বে সব কিছু নাকি ম্যানেজ করা আছে তাই নাকি প্রশাসনের নজর দ্বারি নেই।

মতলব দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের গাফলিতে এমপিওভুক্ত শিক্ষকদের রমরমা কোচিং বাণিজ্য

সারাবাংলা

প্রিয় বাংলা

 On আগ ২১, ২০২১ 0Share

নিজস্ব প্রতিনিধিঃ শিক্ষার্থীদের করোনা সংক্রমণ থেকে দূরে রাখতে সরকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিলেও মতলব দক্ষিণ উপজেলা সদর ও বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কোচিং বাণিজ্য অব্যাহত রাখার অভিযোগ পাওয়া গেছে। শিক্ষা মন্ত্রনালয়ের নিদের্শনাকে বৃদ্ধাগুলি দেখিয়ে, উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আ: রহিম এর ছত্র ছায়ায়, সামাজিক দূরত্ব বজায় না রাখে, স্বাস্থ্য বিধির তোয়াক্কা না করে এসব শিক্ষকরা দলবদ্ধভাবে বাসায় অথবা কোচিং সেন্টারে সকাল—সন্ধ্যা চালিয়ে যাচ্ছেন নিজেদের কোচিং ব্যবসা। এ দিকে শিক্ষহকদের অবাধ কোচিং বাণিজ্য অব্যাহত থাকলেও অজ্ঞাত কারণে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে নিশ্চুপ থাকার অভিযোগ উঠেছে।

সরোজমিনে গিয়ে দেখা যায়, মতলব দক্ষিন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম এর দীর্ঘদিনের গাফলিুতে কারণে এমপিওভুক্ত শিক্ষকদের রমরমা কোচিং বাণিজ্য চালাচ্ছে । কেবল মতলব দক্ষিন মতলব সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ১। পলি আক্তার মতলব গার্লস বিদ্যালয়ের ২। মনির হোসেন ৩। কামাল মাষ্টার (৪) নায়েরগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সহালোম বিএসসি ও সহকারী প্রধান শিক্ষক (৫) আলমগীর হোসেন(৬) নারায়ণপুর বয়েজ উচ্চ বিদ্যালয়ের শাহ আলম মাস্টার (৭) কাচিয়ারা গার্লস উচ্চ বিদ্যালয় বিএসসি (৮) বোয়ালিয়া গার্লস গং সদর ও বিভিন্ন অঞ্চল গুলোতে কোচিং ব্যবসা চালিয়ে যাচ্ছেন প্রায় অধিকাংশ শিক্ষক। তারা পৌর এলাকার ঘোষ পাড়া , মহিলা কলেজ সঙ্গে, মতলব ডিগ্রি কলেজের আশেপাশে, মধ্য কলাদি , আদর্শ স্কুল সংলগ্ন নিজ বসত বাড়ীতে ঘরে উঠেছে মিনি স্কুল এবং মিনি স্কুলের শিক্ষকরা শিক্ষার্থীদের পাঠদানের নামে আদায় করছেন প্রতি মাসে ২ থেকে ৩ হাজার টাকা করে। এ ছাড়া সরকারি নির্দেশনায় বলা হয়েছে যে, শিক্ষার্থীদের সুবিধার্থে নিয়মিত ভাবে অন—লাইন ক্লাশ করার জন্য। কিন্তু অনলাইন ক্লাশ না করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা কোচিং বানিজ্য নিয়ে ব্যস্ত দেখা গেছে।
এ বিষয়ে চাঁদপুর জেলা মাধ্যমিক অফিসার আনোয়ার হোসেন পাটোয়ারী মোবাইল ফোনে জানান, এ ধরনের কোন এমপিও ভুক্ত শিক্ষক সরকারি বিধি মালাকে বৃদ্ধাগুল দেখিয়ে অনৈতিক কোচিং বানিজ্যের সাথে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

দালালদের নিয়ন্ত্রনে মতলব ভুমি অফিস

নতুন ক্ষমতাসিনদের নির্দেশে মতলব দক্ষিন ভুমি অফিসে দালালদের মনোনীত দুর্নীতির রেকর্ড গড়া হাবিবুল্লাহ কে আনার জন্য  একটি চক্র উঠেপরে লেগেছে। সাধু সাবদান সমস্থ ডকুমেন্টস হাতে নিয়ে বসে আছি।খুব শীগ্রই প্রকাশ করা হবে।

মতলবে চুরি ঘটনা সাজিয়ে ম্যাগনেট পিলার’ প্রতারক চক্রের ধামাচাপার চেষ্টা।

মতলবে চুরি ঘটনা সাজিয়ে ম্যাগনেট পিলার’ প্রতারক চক্রের ধামাচাপার চেষ্টা।

নিজস্ব প্রতিনিধি:মতলব পৌরসভার ১নং ওয়ার্ডে বাইশপুর গ্রামের মৃত্যু ছাব্বীর প্রধানিয়ার( ছবু) ছেলে রেহান উদ্দিন। তিনি দীর্ঘদিন মালোসিয়ায় থেকে এসে‘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ,অবশেষে তাহার নিজ বসত ঘরে মধ্যে থাকা ম্যাগনেট পিলার’ প্রতারক চক্রের সঙ্গে ভাগ বিতরণ নিয়ে কথা কাটি হয়।পরবর্তীতে গ্রামবাসী বিষয়টি সম্পর্কে জানতে পারিলে। চক্রের সদস্যরা নতুন কোসলে চুরি ঘটনা সাজিয়ে ম্যাগনেট পিলারটিআত্মগোপনে সরিয়ে ফেলার চেষ্টা করে। এই নিয়ে গ্রামবাসীর মধ্যে চঞ্চলতা সৃষ্টি দেখা যায়।

সরেজমিনে গিয়ে জানা যায়: মতলব দক্ষিণ পৌরসভার ১নং ওয়ার্ডে বাইসপুর গ্রামের প্রধানিয়া বাড়ির মৃত ছাব্বীর আহমদের ছেলে রেহান উদ্দিনকে জিগ্গাসা বাদ করিলে তিনি বলেন:আমি দ্বিতীয় স্ত্রীর (শশুর বাড়ি) বাড়িতে ১৯ শে আগষ্ট রোজ বৃহস্পতিবার দিবাগত রাত্রে ছিলাম।
২০ আগস্ট আনুমানিক সকাল ৮ ঘটিকার সময় আমার ছোট ভাই করিম প্রধান ঢাকা থেকে ফোন করে বিষয়টি অবগত করেন। আমি বাড়িতে না থাকাকালীন সময়ে আমার মা ও আমার ভাগিনা বাড়িতে ছিলেন। তিনি আরো বলেন দীর্ঘদিন যাবৎ মনির ফকির ও বিল্লাল পাঠান আমার বাড়ির চারপাশে গুরা গুরি করে। এবং আমাকে ম্যাগনেটিক পিলার এর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে, এই ব্যাপারে আমি তাদেরকে না বললে,তারা আত্মগোপনে, আমি বাড়িতে আমি না থাকা অবস্থায়, এই ঘটনাটি ঘটায়,আমার প্রাথমিক ধারণা।মেগনেটিং চক্রের সদস্য রেহান প্রদানের মাতা সুফিয়া বেগম বলেন আমি রাত ১১ ঘটিকার সময় আমার নাতি হৃদয়কে নিয়ে খানা খেয়ে শুয়ে থাকি। আমি ফজর নামাজ পড়ার জন্য উঠে দেখি ঘরের এক রুমের মাটি কেটে গর্ত করে ফেলে, এবং দরজা খোলা দেখা যায়। তাৎক্ষণিক আমি বাড়ির আশেপাশের লোকজনকে ডেকে এ ব্যাপারটি অবগত করি।আমার একটি টেবিল থেকে এক লক্ষ ৩৪ হাজার টাকা ও আটানা গোল্ডের চেইন, একটি স্যামসাং মোবাইল নেই। যার মোবাইল নাম্বার 017 37 75 4797। ম্যাগনেটিক পিলার ব্যাপারে এলাকার গণ্যমান্য লোক দের সাথে কথা বললে, এই ব্যাপারে লোকমান পাঠান খোকন প্রধান বলেন এ কেমন চুরি, জীবনের প্রথম দেখলাম এরকম ঘটনা, কোন না কোন রহস্য এখানে লুকিয়ে আছে। অনেকের কাছ থেকেই শোনা যায় রেহান উদ্দিন প্রধান তার জমিন থেকে এই মেগনেটিং প্লেয়ারটি তার বাড়িতে এনে রেখে দেয়। এই ব্যাপারে কোন সত্যতা না থাকলেও ব্যাপারটি তার দিকেই ইঙ্গিত করে, কিন্তু এই ব্যাপারে মনির ফকির ও বিল্লাল পাঠান খুবই তৎপর হয়ে যান, শুরু হয় মরন কামর যুদ্ধ,স্বপ্ন কোটি টাকার,এমন কি বিল্লাল পাঠান কোটি টাকার স্বপ্ন দেখিয়ে ছে অনেক কে। এই বেপারে রেহান উদ্দিন প্রধান কে অনুসরণ করে এবং প্লেয়ারটির কথা বারবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এই ব্যাপারে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে জিজ্ঞাসাবাদ করলে বলেন এই ব্যাপারে আমাদের কাছে কোন অভিযোগ করা হয়নি।

।।নিয়োগ বিজ্ঞপ্তি।।

চাঁদপুর জেলার অন্তর্গত মতলব দক্ষিণ উপজেলার মতলব বাজারে অবস্থিত মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শাখায় এসএসসি ও এইচএসসি পাশে ফিল্ড কর্মীর ম্যানেজার পদে কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে।

নোট:-
বেতন আলোচনা সাপেক্ষে ও ফুলটাইম এবং হাফ টাইম কাজ করার সুযোগ রয়েছে।

যোগাযোগ:-মতলব দক্ষিন জোনাল অফিস ব্রাঞ্চ ম্যানেজার মোঃ সাম্মীর হোসেন ০১৬৮০৯৯২৯৭৪

মতলব দক্ষিনে ভুমি দস্যুদের হিংস্রতা দিন দিন বেড়ে চলেছে

চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানা পৌরসভার ১ নং ওয়ার্ডে জামাল উদ্দিন মাস্টার সরকার বাড়ি কিছু রকতিপয় ভূমিদস্যু গ্রুপ বিভিন্ন মানুষের জায়গা দখল করে রেখেছে এবং তাদের ওয়ারিশদের জায়গা দখল করে রেখেছে। একই বংশের আলিরাজা সরকারের ওয়ারিশ চানমিয়া সরকারের ছেলেরা তাদের সম্পত্তি ফেরত চাইলে তাদের বিভিন্ন ভাবে মৃত্যুর হুমকি ধমকি দিয়ে ভয় দেখিয়ে থামিয়ে রেখেছে। এই ব্যাপারে আইনের আশ্রয় নিয়েছে, তার পরও তাদের হুমকি কিন্তু থেমে নেই। পুলিশের উচ্চ পদের কর্মকর্তা নাকি তাদের পকেটে আছে, তাদের কিছু করার সুযোগ নেই, এমনটাই বলে বেড়ায় কালা মিজান বাহিনীর সদস্যরা, এরই মধ্যে নোয়াব মিয়া সরকার এর একটি দলিল এর জায়গা বাউন্ডারি করার পরও গত ২২ শে জুন কালা মিজান বাহিনীর সদস্যরা বাউন্ডারি ভেঙ্গে ফেলে দেয়।১১৪ নং সি এস ১৮০ নং আর এস ৬৮৯ নং বি এস ৮৪৯ দাগের জায়গাটি ইতিমধ্যে কবরস্থানের বাউন্ডারি করবে বলে সরকারি তহবিল থেকে, একটি বরাদ্দএনে, সেই জায়গা দখল করার পায়তারা চালাচ্ছ

পর্ব ০১

মতলব অপরাধ টাইমস

মতলব উত্তরের জহিরাবাদে আও

য়ামী লীগের উদ্যোগে শোক দিবস পালন…

নিজস্ব প্রতিবেদক:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ দোয়া, তাবারক বিতরণ করা হয়। রোববার (১৫ আগস্ট) বাদ আসর নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য গাজী মুক্তার হোসেন।প্রধান অতিথির বক্তব্যে গাজী মুক্তার হোসেন বলেন, শোককে শক্তিতে পরিনত করে জাতির পিতার স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। জাতির পিতা একটি অসম্প্র দায়িক বৈষম্যমুক্ত সুখী দেশ গড়ার স্বপ্ন দেখতেন। বঙ্গবন্ধু ক্ষুধা ও দারিদ্র্রমুক্ত স্বনির্ভর বাংলাদেশ গড়ার শপথ নিয়েছিলেন। কিন্তু ৭৫’র ১৫ আগষ্ট স্বাধীনতার পরাজিত শক্তি ও ক্ষমতালোভী একটি কুচক্রী মহল কিছু বিপথগামী সেনা কর্মকর্তাদের যোগসাজশে জাতির পিতাকে স্ব-পরিবারে নির্মমভাবে হত্যা করে।তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে এই বীরের জাতিকে আবার পরাধীনতার শিকলে বন্দী করতে চেয়েছিলো। সেই পরাজিত শক্তি আজও আমাদের চারপাশে ঘুরে বেড়ায়। আজও সেই স্বাধীন বাংলার মীরজাফর খন্দকার মোস্তাকের দোসররা জাতির পিতার কন্যার অর্জন ও বাংলাদেশের অগ্রগতিকে থামিয়ে দিতে চায়। আমাদের সমৃদ্ধ জাতি গঠনে অংশগ্রহন করতে হবে।জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস শুকুর মৃধার সভাপতিত্বে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানভীর আহমেদ শিশিরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান।আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা আমান উল্ল্যাহ প্রধান, জহিরাবাদ ইউপি চেয়ারম্যান মো. সেলিম গাজী, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আ. ছাত্তার মাস্টার, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন মল্লিক, রশিদ খান প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সুমন বেপারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সম্রাট গাজী, জহিরাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি স্বপন মল্লিক, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মাসুম সরকার, মতলব দক্ষিণ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশিকুর রহমান, মতলব দক্ষিণ উপজেলার শ্রমিক ফেডারেশনের সভাপতি হুমায়ুন কবির , মতলব দক্ষিণ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান,ছাত্রলীগ নেতা মামুন সিকদার।দোয়া পরিচালনা করেন-মাওলানা সাইফুল ইসলাম।

ফলোআপ ১ চাঁদপুর মতলবে ভুয়া ডাক্তার চাকুরীজীবী ডাক্তার দিয়ে চলছে অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের প্যাথলজি রমরমা ব্যবসা

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় ৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালের পাশেই সরকারি চাকুরজীবি ডাক্তার রাজিব কিশোর বনিক’ মোশারফ হোসেন হিমেল সরকারি নীতি মালা কে বৃদ্ধাংগুল দেখিয়ে ৭১ সদস্য মুলক বিজন্যাসের পার্টনার বানিয়ে এ্যাপোলো ডায়াগনষ্টিক সেন্টার এই নামে প্রতিষ্ঠানটি। চিকিৎসা সেবা দেওয়ার নামে গড়ে উঠেছে বড় ধরনের ডায়াগনস্টিক ও প্যাথলজি সেন্টার। তাতে সেবা দিয়ে যাচ্ছেন মতলব উত্তর ও দক্ষিণের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকগণ। সরকারি হাসপাতালে আসা রোগীদের যত টিটম্যামেন্ট ও পরিক্ষা নিরিক্ষা দেয়া হয় তা সবই ওই এ্যাপোলো ডায়াগনষ্টিক সেন্টার প্রতিষ্ঠানে রোগীরা এখান থেকে রোগীরা যদি চিকিৎসা না নেওয়া হয় অন্য প্রতিষ্ঠান থেকে পরীক্ষা নিরিক্ষা করা হলে ওই পরীক্ষাকে বাতিল করে ওই প্রতিষ্ঠানের পরীক্ষা নিয়ে আসতে বলা হয়। তাতে ভোগান্তিতে পরছে সাধারণ রোগীরা ও অর্থ সংকটে। সরোজমিনে গিয়ে জানা যায়, মতলব দক্ষিণ উপজেলায় ৫০ শয্যা সরকারি হাসপাতালের ৫৭৬ফিট দুরত্ব বজায় না রেখে এ্যাপোলো ডায়াগনষ্টিক সেন্টার হাসপাতালের চালু করে রেখেছেন ভূয়া ডাক্তার নজরুল ইসলাম। তেমনি একজন ভুয়া বিশেষজ্ঞের সন্ধান পাওয়া যায় মতলব দক্ষিণ থানা রোডে অবস্থিত এ্যাপোলো ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের ভিজিটিং কার্ড ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক পক্ষের ফেজবুক আইডি থেকে প্রচারিত লিফলেটে বিশেষজ্ঞ লেখা সেটাতে উল্লেখ করা হয়েছে হাড় জোড়া, বাত ব্যথা ও পঙ্গু রোগ বিশেষজ্ঞ এবং অর্থোপেডিক সার্জন ডাঃ নজরুল ইসলাম (রিয়াদ) এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এম এস (অর্থো) রুগী দেখার সময় প্রতি বৃহস্পতিবার। তারি পাশাপাশি আবার কেউ কেউ খুলে বসেছেন সেবার নামে টাকা হাতানোর নতুন কৌশল। চিকিৎসার নামে টেষ্ট বাণিজ্য, বিশেষজ্ঞ না হয়েও বিশেষজ্ঞ প্রচারে বিশেষজ্ঞ বনে রোগীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন টেস্ট বাণিজ্যের কমিশন ও বিশেষজ্ঞের ভিজিট।
খোঁজ নিয়ে জানা যায়, ৩৯তম বিসিএস (স্বাস্থ্য) ঢাকা মেডিক্যাল কলেজ থেকে পাশ করা ডাঃ নজরুল ইসলাম (রিয়াদ) এমবিবিএস পাস করা এমএস(অর্থো) কোর্স সম্পূর্ণ না করেই তিনি বিশেষজ্ঞ এমএস(অর্থো) লিখা সাঁটিয়ে রোগীদের সাথে প্রতারণা করে আসছেন বলে জানা যায়।

এ ব্যাপারে ডাঃ নজরুল ইসলাম রিয়াদ কেমোবাইল মুটো ফোনে জিজ্ঞাসাবাদ করিলে তিনি বলেন, এটা প্রতারণা হলেও এর জন্য আমি দায়ী নয় ডায়াগনস্টিক কতৃর্পক্ষ ভুল করেছে আমাকে অবগত করেছেন আমি তাদেরকে বলবো ভুল সংশোধন করতে।

এ বিষয়ে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গোলাম কাউসার হিমেল বলেন, এব্যাপারে আমি জানি না তবে অফিস সময়ে আসবেন সরাসরি বিস্তারিত কথা বলবো।
চাদপুর জেলা সিভিল সার্জন ডা: মো: শাখাওয়াত উল্লাহ সাথে মোবাইল মটো ফোনে জিজ্ঞাসাবাদ করিলে তিনি বলেন, কোনো সরকারি চাকুরীজীবি বেসরকারি কোন প্রতিষ্ঠান এবং নিজ ব্যক্তিগতভাবে কোনো প্রতিষ্ঠান খোলার কোনো এখতিয়ার নেই । যদি এ ধরনের কোন ঘটনা ঘটে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব এবং ওই প্রতিষ্ঠানকে সাময়িকভাবে সিলগালা করে দেওয়া হবে জানান।

Design a site like this with WordPress.com
Get started