চায়না রিং চাইয়ের বিস্থার লাভ উত্তর বাইশপুর গ্রামে

মতলব দক্ষিণ থানার উত্তর বাইশপুর গ্রামে কে এস বি ব্রিকফিল্ড থেকে বন্দুকসি বাড়ি পর্যন্ত নদির পাড় থেকে পুরো বিল, চায়না রিং চাই, ( প্রায় শতাধিক হবে) দিয়ে পোনা মাছ নিধন করা হচ্ছে এবং একেকজনের চাই পাঁচটা সাতটা করে, মৎস্য অধিদপ্তর ও প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি।বিঃ দ্রষ্টব্য ঃ- আব্দুলালির নেতৃত্বে সব কিছু নাকি ম্যানেজ করাContinue reading “চায়না রিং চাইয়ের বিস্থার লাভ উত্তর বাইশপুর গ্রামে”

মতলব দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের গাফলিতে এমপিওভুক্ত শিক্ষকদের রমরমা কোচিং বাণিজ্য

সারাবাংলা By প্রিয় বাংলা On আগ ২১, ২০২১ 0Share নিজস্ব প্রতিনিধিঃ শিক্ষার্থীদের করোনা সংক্রমণ থেকে দূরে রাখতে সরকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিলেও মতলব দক্ষিণ উপজেলা সদর ও বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কোচিং বাণিজ্য অব্যাহত রাখার অভিযোগ পাওয়া গেছে। শিক্ষা মন্ত্রনালয়ের নিদের্শনাকে বৃদ্ধাগুলি দেখিয়ে, উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আ: রহিম এর ছত্র ছায়ায়,Continue reading “মতলব দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের গাফলিতে এমপিওভুক্ত শিক্ষকদের রমরমা কোচিং বাণিজ্য”

দালালদের নিয়ন্ত্রনে মতলব ভুমি অফিস

নতুন ক্ষমতাসিনদের নির্দেশে মতলব দক্ষিন ভুমি অফিসে দালালদের মনোনীত দুর্নীতির রেকর্ড গড়া হাবিবুল্লাহ কে আনার জন্য  একটি চক্র উঠেপরে লেগেছে। সাধু সাবদান সমস্থ ডকুমেন্টস হাতে নিয়ে বসে আছি।খুব শীগ্রই প্রকাশ করা হবে।

মতলবে চুরি ঘটনা সাজিয়ে ম্যাগনেট পিলার’ প্রতারক চক্রের ধামাচাপার চেষ্টা।

মতলবে চুরি ঘটনা সাজিয়ে ম্যাগনেট পিলার’ প্রতারক চক্রের ধামাচাপার চেষ্টা। নিজস্ব প্রতিনিধি:মতলব পৌরসভার ১নং ওয়ার্ডে বাইশপুর গ্রামের মৃত্যু ছাব্বীর প্রধানিয়ার( ছবু) ছেলে রেহান উদ্দিন। তিনি দীর্ঘদিন মালোসিয়ায় থেকে এসে‘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ,অবশেষে তাহার নিজ বসত ঘরে মধ্যে থাকা ম্যাগনেট পিলার’ প্রতারক চক্রের সঙ্গে ভাগ বিতরণ নিয়ে কথা কাটি হয়।পরবর্তীতে গ্রামবাসী বিষয়টি সম্পর্কে জানতেContinue reading “মতলবে চুরি ঘটনা সাজিয়ে ম্যাগনেট পিলার’ প্রতারক চক্রের ধামাচাপার চেষ্টা।”

।।নিয়োগ বিজ্ঞপ্তি।।

চাঁদপুর জেলার অন্তর্গত মতলব দক্ষিণ উপজেলার মতলব বাজারে অবস্থিত মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শাখায় এসএসসি ও এইচএসসি পাশে ফিল্ড কর্মীর ম্যানেজার পদে কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে। নোট:-বেতন আলোচনা সাপেক্ষে ও ফুলটাইম এবং হাফ টাইম কাজ করার সুযোগ রয়েছে। যোগাযোগ:-মতলব দক্ষিন জোনাল অফিস ব্রাঞ্চ ম্যানেজার মোঃ সাম্মীর হোসেন ০১৬৮০৯৯২৯৭৪

মতলব দক্ষিনে ভুমি দস্যুদের হিংস্রতা দিন দিন বেড়ে চলেছে

চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানা পৌরসভার ১ নং ওয়ার্ডে জামাল উদ্দিন মাস্টার সরকার বাড়ি কিছু রকতিপয় ভূমিদস্যু গ্রুপ বিভিন্ন মানুষের জায়গা দখল করে রেখেছে এবং তাদের ওয়ারিশদের জায়গা দখল করে রেখেছে। একই বংশের আলিরাজা সরকারের ওয়ারিশ চানমিয়া সরকারের ছেলেরা তাদের সম্পত্তি ফেরত চাইলে তাদের বিভিন্ন ভাবে মৃত্যুর হুমকি ধমকি দিয়ে ভয় দেখিয়ে থামিয়ে রেখেছে। এইContinue reading “মতলব দক্ষিনে ভুমি দস্যুদের হিংস্রতা দিন দিন বেড়ে চলেছে”

মতলব অপরাধ টাইমস

মতলব উত্তরের জহিরাবাদে আও য়ামী লীগের উদ্যোগে শোক দিবস পালন… নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ দোয়া, তাবারক বিতরণ করা হয়। রোববার (১৫ আগস্ট) বাদ আসর নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলাContinue reading “মতলব অপরাধ টাইমস”

ফলোআপ ১ চাঁদপুর মতলবে ভুয়া ডাক্তার চাকুরীজীবী ডাক্তার দিয়ে চলছে অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের প্যাথলজি রমরমা ব্যবসা

নিজস্ব প্রতিনিধি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় ৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালের পাশেই সরকারি চাকুরজীবি ডাক্তার রাজিব কিশোর বনিক’ মোশারফ হোসেন হিমেল সরকারি নীতি মালা কে বৃদ্ধাংগুল দেখিয়ে ৭১ সদস্য মুলক বিজন্যাসের পার্টনার বানিয়ে এ্যাপোলো ডায়াগনষ্টিক সেন্টার এই নামে প্রতিষ্ঠানটি। চিকিৎসা সেবা দেওয়ার নামে গড়ে উঠেছে বড় ধরনের ডায়াগনস্টিক ও প্যাথলজি সেন্টার। তাতে সেবা দিয়েContinue reading “ফলোআপ ১ চাঁদপুর মতলবে ভুয়া ডাক্তার চাকুরীজীবী ডাক্তার দিয়ে চলছে অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের প্যাথলজি রমরমা ব্যবসা”

Design a site like this with WordPress.com
Get started