চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানা পৌরসভার ১ নং ওয়ার্ডে জামাল উদ্দিন মাস্টার সরকার বাড়ি কিছু রকতিপয় ভূমিদস্যু গ্রুপ বিভিন্ন মানুষের জায়গা দখল করে রেখেছে এবং তাদের ওয়ারিশদের জায়গা দখল করে রেখেছে। একই বংশের আলিরাজা সরকারের ওয়ারিশ চানমিয়া সরকারের ছেলেরা তাদের সম্পত্তি ফেরত চাইলে তাদের বিভিন্ন ভাবে মৃত্যুর হুমকি ধমকি দিয়ে ভয় দেখিয়ে থামিয়ে রেখেছে। এই ব্যাপারে আইনের আশ্রয় নিয়েছে, তার পরও তাদের হুমকি কিন্তু থেমে নেই। পুলিশের উচ্চ পদের কর্মকর্তা নাকি তাদের পকেটে আছে, তাদের কিছু করার সুযোগ নেই, এমনটাই বলে বেড়ায় কালা মিজান বাহিনীর সদস্যরা, এরই মধ্যে নোয়াব মিয়া সরকার এর একটি দলিল এর জায়গা বাউন্ডারি করার পরও গত ২২ শে জুন কালা মিজান বাহিনীর সদস্যরা বাউন্ডারি ভেঙ্গে ফেলে দেয়।১১৪ নং সি এস ১৮০ নং আর এস ৬৮৯ নং বি এস ৮৪৯ দাগের জায়গাটি ইতিমধ্যে কবরস্থানের বাউন্ডারি করবে বলে সরকারি তহবিল থেকে, একটি বরাদ্দএনে, সেই জায়গা দখল করার পায়তারা চালাচ্ছ।
পর্ব ০১